×

আন্তর্জাতিক

নতুন সতর্কতার আভাস দিচ্ছে বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০৩:১৬ পিএম

নতুন সতর্কতার আভাস দিচ্ছে বৃষ্টি

পশ্চিম টোকিওর হাচিওজির আশ্রয়কেন্দ্রে একটি কম্বল বিস্কুট দেয়া হয়। ছবি: বিবিসি।

নতুন সতর্কতার আভাস দিচ্ছে বৃষ্টি

নাগানো প্রদেশে বন্যাকবলিত অঞ্চল অনুসন্ধান করতে গিয়ে উদ্ধারকর্মীরা রাবারের ডিঙ্গি বহন করে। পাশে পরে আছে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: কিম কিউং-হুন / রয়টার্স

নতুন সতর্কতার আভাস দিচ্ছে বৃষ্টি

টাইফুন হাগিবিস টোকিওর নিকটে চিবা প্রদেশে আঘাত হানে। ছবিতে ক্ষতিগ্রস্ত্র গাড়ি। ছবি: সিনহুয়া / আরএক্স

সরকারী কর্মচারীরা মঙ্গলবার ( ১৫ অক্টোবর) হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, ঝড়ঝাপে আক্রান্ত দেশের বেশ কয়েকটি জায়গায় সারাদিন জুড়ে আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদ সুগা বলেন, এখনো ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানির স্তর বেড়েই যাচ্ছে এবং কিছু জায়গায় মাটি নরম হয়ে গেছে। তিনি সাংবাদিকদের বলেন, আমরা সবাইকে সতর্ক করে জানাতে চাই আপনারা আপনাদের নিরাপত্তা বজায় রাখুন এবং পুরোপুরি সতর্ক থাকার জন্য বলি। [caption id="attachment_169803" align="aligncenter" width="700"] নাগানো প্রদেশে বন্যাকবলিত অঞ্চল অনুসন্ধান করতে গিয়ে উদ্ধারকর্মীরা রাবারের ডিঙ্গি বহন করে। পাশে পরে আছে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: কিম কিউং-হুন / রয়টার্স[/caption] হাগিবিস প্রতি ঘন্টায় ২১৬ কিলোমিটার গতিবেগে এসে ল্যান্ড প্যাকিং গাস্টগুলোকে বিধ্বস্ত করে, তবে এটি ঝড়ের কারণে প্রবল বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কমপক্ষে ১৬৬টি নদীসহ মধ্য নাগানোর চিকুমা নদীর পানি তীর ভেঙ্গে আবাসিক এলাকাগুলোয় ঢুকে পরে। শক্তিশালী পাম্প দিয়ে সেই পানিগুলো নিষ্কাসনের কাজ চালানো হয়। [caption id="attachment_169808" align="aligncenter" width="700"] নাগানোতে বন্যার্ত অঞ্চলে শিংকানসেন ট্রেন ডুবে যায়। ছবি: জিজি প্রেস / ইপিএ[/caption] টাইইফুনের কারণে একটি ডিপোতে বুলেট ট্রেনগুলোও জানালা পর্যন্ত বন্যার পানি দিয়ে ডুবে যায়। শনিবার রাতে টোকিও শহরে ডুবে যাওয়া একটি মালবাহী জাহাজে একজন পৌর কর্মীর মৃতদেহ পাওয়া যায়। তার গাড়ি বন্যায় আঁটকে পড়েছিল। সেখানে কমপক্ষে সাতজন ক্রু মারা যায়। এছাড়াও বহু অ্যাপার্টমেন্টের ভিতর থেকে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। [caption id="attachment_169805" align="aligncenter" width="700"] টাইফুন হাগিবিস টোকিওর নিকটে চিবা প্রদেশে আঘাত হানে। ছবিতে ক্ষতিগ্রস্ত্র গাড়ি। ছবি: সিনহুয়া / আরএক্স[/caption] কয়েক হাজার মানুষ সোমবার রাতে সরকারী আশ্রয়কেন্দ্রে কাটিয়েছেন, তারা কখন বাড়িতে ফিরতে পারবেন তা নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে। মঙ্গলবার সকালেও প্রায় ৩৪ হাজার পরিবার বিদ্যুৎহীন ছিল এবং ১ লাখ ৩৩ হাজার বাড়িতে কোন খাওয়ার পানি ছিল না। [caption id="attachment_169326" align="aligncenter" width="700"] পশ্চিম টোকিওর হাচিওজির আশ্রয়কেন্দ্র। ছবি: বিবিসি।[/caption] শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে টোকিওর দক্ষিণ-পশ্চিমে ইজু উপদ্বীপ দিয়ে প্রবেশ করে পূর্ব উপকূলের দিকে চলে যায় টাইফুন হাজিবিস। এই ঝড়ের আঘাতে প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পরে।   আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App