×

জাতীয়

দীর্ঘ বিরতির পর পদ্মায় বসছে ১৫ তম স্প্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০৪:১৭ পিএম

দীর্ঘ বিরতির পর পদ্মায় বসছে ১৫ তম স্প্যান
দীর্ঘ বিরতির পর পদ্মায় বসছে ১৫ তম স্প্যান
দীর্ঘ বিরতির পর অবশেষে সকল প্রতিকুলতা কাটিয়ে প্রায় সাড়ে ৩ মাস পর আবারও বসতে যাচ্ছে পদ্মা সেতুর ১৫তম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে বিশেষ কাঠামোর ওপর রাখা একটি স্প্যানকে গতকাল সোমবার নিয়ে যাওয়া হহয়েছে নির্ধারিত ২৩ ও ২৪ নম্বর পিলারের কাছে। আজ স্প্যানটি পিলারের ওপর বসানোর কতা থাকলেও নদীর তলদেশে জমাট বাঁধা পলি কেটে শেষ করতে না পারায় আগামী বুধবার (১৬ অক্টোবর) স্প্যান তোলা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা যায়, পদ্মা সেতুর ২৪ ও ২৫ নম্বর পিলারের উপর আগে বসানো একটি স্প্যানের পাশেই বসানো হবে ১৫ তম স্প্যানটি। স্প্যান পিলারের কাছাকাছি নিতে হলে কাটতে হবে নদীর তলদেশের পলি। এ জন্য ১৫তম স্প্যানটি বসাতে একাধিক দিনেরও প্রয়োজন হতে পাওে বলে প্রকৌশলীদের অভিমত। পদ্মা সেতুর কাজে নিয়োজিত প্রকৌশল বিভাগের এশাধিক সূত্র জানায়, পদ্মা নদীতে এখন তীব্র স্রোত, অন্যদিকে নদীর তলদেশে বিরাট অংশজুড়ে জমেছে পলির স্তর । যে কারণে প্রাকৃতিক বৈরিতায় এত দিন বন্ধ ছিল পদ্মা সেতুর স্প্যান বসানো কাজ। বর্তমানে পলির স্তর কেটে মোটামুটি একটি পরিবেশ করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশে বজায় থাকলে এখন থেকে ধারনাবাহিক ভাবে সেতু স্প্যান তোলা যাবে। সূত্র জানায়, সর্বশেষ গত ২৭ জুন পদ্মা সেতুর ১৪তম স্প্যানটি বসেছে । এরপর একে একে নদীতে শেষ করা হয়েছে ৪২টি পিলারের সবগুলোর পাইলিংয়ের কাজ, সেই সাথে ৩২টি পিলারও প্রস্তত করা হয়েছে । পুরো সেতুতে যে ৪১টি স্প্যান বসবে তার মধ্যে চীন থেকে আসা ৩০টি পৌঁছেছে মাওয়ার ইয়ার্ডে । এরইমধ্যে নদীতে বসানো হয়েছে ১৪টি স্প্যান। বাকি ১৬টির মধ্যে ৬টি স্প্যানের টুকরোগুলো জোড়া লাগিয়ে, রং করে শতভাগ প্রস্তত বসানোর জন্য। সূত্রমতে, এবার বর্ষা মৌসুমে পদ্মায় তীব্র স্রোতের সাথে নদীতে জমছে ব্যাপক পলি। নদীর তলদেশে সপ্তাহে ৫ থেকে ৮ ফুট পলি জমছে। ড্রেজার মেশিন দিয়ে একটি অংশের পলি কেটে ফেলার পরদিনই স্রোতের কারণে আবার জমছে পলি। তবে নদীর মাঝখানে বাঁধ দেয়ায় পরিস্থিতি এখন গত বর্ষার চেয়ে ভালো বলে মনে করছেন প্রকল্প পরিচালক। পদ্মা বহুমূখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, গত বছরে সর্বাধিক বেশি পলি পড়েছে। এ বছর ক্রস ডেম দেওয়ার পর কিছুটা কম পড়েছে। এবার পানিও কম। এ মাসে আমাদের স্প্যান বসানোর কার্যক্রম শুরু করা গেলে ভাল এশটি রেজাল্ট আশা করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App