×

আন্তর্জাতিক

জাপানে টাইফুনের আঘাতে বাড়ছে মৃত্যুর মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ০৩:১৬ পিএম

জাপানে টাইফুনের আঘাতে বাড়ছে মৃত্যুর মিছিল

টাইফুন হাগিবিস মধ্য এবং পূর্ব জাপানের উপর দিয়ে যাওয়ার সময় সায়তামা প্রদেশের কাওয়াগোয়ায় বন্যার্ত অঞ্চলে একটি হেলিকপ্টার ধ্বংস করে দিয়ে যায়। ছবি: গেট্টি ইমেজ/ এএফপি

জাপানে টাইফুনের আঘাতে বাড়ছে মৃত্যুর মিছিল

জাপানের নাগানো প্রদেশে টাইফুন হাগিবিসের পরে একটি উদ্ধারকারী গাড়ি বন্যাকবলিত অঞ্চলে প্রবেশ করেছে। ছবি: কিম কিউং-হুন / রয়টার্স

মঙ্গলবার ( ১৫ অক্টোবর) জাপানের উদ্ধারকর্মীরা শক্তিশালী টাইফুন হাগিবিস এর হাত থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের অনুসন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালায়। জানা যায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৭০ তবে তা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। [caption id="attachment_169809" align="aligncenter" width="700"] জাপানের নাগানো প্রদেশে টাইফুন হাগিবিসের পরে একটি উদ্ধারকারী গাড়ি বন্যাকবলিত অঞ্চলে প্রবেশ করেছে। ছবি: কিম কিউং-হুন / রয়টার্স[/caption] জাপানের উপর দিয়ে কয়েক দশকের সবচেয়ে বড় টাইফুন ‘হাগিবিস’ বয়ে যায় গত শুক্র ও শনিবার (১১ ও ১২ অক্টোবর)। প্রায় ২২৫ কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের গতিবেগ দিয়ে আঘাত হানে ঝড়টি। এছাড়াও দেশটিতে টাইফুনের সাথে সাথে ৫.৭ স্কেলের একটি ভূমিকম্পও আঘাত হানে। শনিবার রাতে জাপানে তীব্র বাতাস ও বৃষ্টিপাতের ফলে হাগিবিস ভূমিধসের সৃষ্টি করে এবং কয়েক ডজন নদী নদীর পানি দিয়ে লোকালয় প্লাবিত হয়ে যায়। [caption id="attachment_169807" align="aligncenter" width="700"] টাইফুন হাগিবিস মধ্য এবং পূর্ব জাপানের উপর দিয়ে যাওয়ার সময় সায়তামা প্রদেশের কাওয়াগোয়ায় বন্যার্ত অঞ্চলে একটি হেলিকপ্টার ধ্বংস করে দিয়ে যায়। ছবি: গেট্টি ইমেজ/ এএফপি[/caption] প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, প্রায় ১,১০,০০০ পুলিশ, উপকূলরক্ষী, দমকলকর্মী এবং সামরিক বাহিনীর সদস্যরা মিলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তিনি সংসদে বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্থ অঞ্চলে উদ্ধারকাজ এবং নিখোঁজদের সন্ধান চব্বিশ ঘন্টাই অব্যাহত রয়েছে। নদীর পাশে যেখানে বন্যা হয়েছে তার তীরগুলি ভেঙে গেছে। নদীর পানি সরিয়ে সেগুলো ঠিক করার কাজ চলছে। [caption id="attachment_169803" align="aligncenter" width="700"] নাগানো প্রদেশে বন্যাকবলিত অঞ্চল অনুসন্ধান করতে গিয়ে উদ্ধারকর্মীরা রাবারের ডিঙ্গি বহন করে। পাশে পরে আছে ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: কিম কিউং-হুন / রয়টার্স[/caption] প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই দুর্যোগের কারণে ৩ হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।   আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App