×

জাতীয়

সন্ত্রাসবাদ নির্মূলে একমত বিশ্বনেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০৫:৫১ পিএম

সন্ত্রাসবাদ নির্মূলে একমত বিশ্বনেতারা
সন্ত্রাসবাদ নির্মূলে একমত বিশ্বনেতারা

জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সার্বিয়ার বেলগ্রেডে ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) ১৪১ তম সম্মেলনের উদ্বোধন হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভোসিস ১৪১তম আইপিইউ সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এর আগে অনুষ্ঠানে আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন ও সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ স্বাগত বক্তব্য রাখেন।

সম্মেলন উদ্বোধনকালে বিশ্ব নেতারা ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন। নেতারা আইপিইউ ভুক্ত দেশগুলোর পারষ্পারিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের আহ্বান জানান।

ব্রেলগ্রেড সম্মেলনে ১৪০টি দেশের ৮০ জন স্পিকার, ৬০ জন ডেপুটি স্পিকারসহ দেড় হাজার এর অধিক প্রতিনিধি সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ সম্মেলনে অংশ নিয়েছেন। সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ)  ১৪১তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে স্পিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মোঃ হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App