×

জাতীয়

শাস্তিপূর্ণভাবে চলছে বুয়েটের ভর্তি পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১০:৩১ এএম

শাস্তিপূর্ণভাবে চলছে বুয়েটের ভর্তি পরীক্ষা
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের চলা আন্দোলনে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষা নিয়ে একধরণের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু গতকাল রবিবার (১৩ অক্টোবর) ও আজ সোমবারের (১৪ অক্টোবর) জন্য আন্দোলন শিথিল করায় সকল সংশয় কেটে গিয়ে শান্তিপূর্ণভাবেই আজ অনুষ্ঠিত হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচারের বাকী ২ ঘণ্টার অংকন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রমতে, এবছর ১২টি বিভাগের ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা আগামীকাল থেকে ফের আন্দোলনে যাবে। উল্লেখ্য, গত ৬ই অক্টোবর গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তার বিরুদ্ধে শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল ছাত্রলীগ। এ ঘটনায় বুয়েটসহ সারাদেশের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে ওঠে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিসহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু করে বুয়েটের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিষিদ্ধ করা হয় বুয়েটে সব ধরণের রাজনৈতিক কার্যক্রম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App