×

অর্থনীতি

'মেড ইন বাংলাদেশ' প্রদর্শনী দোহা কাতার শীর্ষক আলোচনা সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০৫:৩২ পিএম

'মেড ইন বাংলাদেশ' প্রদর্শনী দোহা কাতার শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের অন্যতম তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ কাতারের মধ্যবর্তী বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানি পণ্যের বাজার তৈরির লক্ষ্যে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর তিনদিনব্যাপী আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ডি ই সি সিতে হতে যাচ্ছে একক দেশ প্রদর্শনী "মেড ইন বাংলাদেশ"।

কাতার সরকার অনুমোদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ ফোরাম কাতার এবং বাংলাদেশ দূতাবাস কাতার এর যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সোমবার (১৪ অক্টোবর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ক্যাপ্টেন জারিফ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বনাম কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার আহমদ। সহ-সভাপতি এবং বাংলাদেশের দলনেতা ইউসুফ সাঈদ তার বক্তব্যে আয়োজনের সকল বিষয় তুলে ধরেন।

তিন দিনব্যাপী এ আয়োজনে ৪ হাজার ভিজিটর এবং ১ হাজার বি২বি মিটিংয়ের সম্ভাবনা উল্লেখ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিডা, বেসিস এবং ব্যাটপা এর উল্লেখযোগ্য ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App