×

অর্থনীতি

মানের ক্ষেত্রে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: শিল্পমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০৫:২৬ পিএম

মানের ক্ষেত্রে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: শিল্পমন্ত্রী

৫০তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা

পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিএসটিআইর অর্পিত দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে ৫০তম বিশ্ব মান দিবসের আলোচনায় এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) সালাহউদ্দিন মাহমুদের সভপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএসটিআইর মহাপরিচালক মোয়াজ্জেম হোসেনসহ শিল্প মন্ত্রণালায় ও বিএসটিআইর কর্মকর্তা কর্মচারিরা। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'ভিডিও বৈশ্বিক সম্প্রতির বন্ধন'।

শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের দ্বারা জোরদারের ফলে বিশ্বব্যাপী মান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। মানের কোন ভৌগলিক পরিসীমা নেই। এই বাস্তবতা মাথায় নিয়ে পণ্যের মান নির্ধারণে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শিল্পমন্ত্রণালয় দায়ী ব্যাক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App