×

খেলা

বিসিসিআইয়ের সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০১:১৪ পিএম

বিসিসিআইয়ের সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলী
বিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলী। এর আগে তার ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসার সম্ভাবনা থাকলেও হঠাৎ-ই আলোচনায় চলে আসে ব্রিজেশ প্যাটেলের নাম। কিন্তু শেষপর্যন্ত শেষ বাজি জেতেন সৌরভই। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ হলেন নতুন সচিব এবং অরুণ ধূমাল বোর্ডের কোষাধ্যক্ষের দায়িত্ব । সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন হলেও জানা গেছে সর্বসম্মতিক্রমেই সৌরভ গাঙ্গুলীর নাম বিবেচিত হওয়ায় বোর্ড সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে না । তবে লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী, দশ মাসের জন্য যে তিনি বোর্ড সভাপতি হবেন এবং তার পরে তিন বছরের বাধ্যতামূলক ‘কুলিং অফে' চলে যেতে হবে তাঁকে, যদিও তা মেনে নিতেও কারোও আপত্তি নেই। আগামী ২৩ অক্টোবর বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ভারতীয় ক্রিকেটের নতুন প্রেসিডেন্টে নাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App