×

আন্তর্জাতিক

বাঁচার কথা থাকলে মারে কে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০৪:৫৩ পিএম

বাঁচার কথা থাকলে মারে কে!

মাটির পাত্রে পাওয়া সেই কন্যা শিশু। ছবি: আনুপ কুমার মিশ্রা, বিবিসি।

ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে এক নবজাতক শিশুকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে সনাক্ত করা হয়েছে। স্থানীয় এক পুলিশ প্রধান এ তথ্য জানিয়েছেন। অভিনন্দন সিং নামের সেই পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, গ্রামের এক ব্যক্তি তাঁর নিজের সদ্য ভূমিস্ট মৃত মেয়ে সন্তানের জন্য কবর খুঁড়তে গিয়ে এই জীবিত শিশুটির সন্ধান পান। কবরের মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ করেই তাঁর কোদালে একটি মাটির পাত্র আটকে যায়। তিনি পাত্রটি খুলে ভেতরে এই শিশুটিকে জীবিত অবস্থায় পান। পরবর্তীতে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয় এবং জানা যায় শিশুটি সেখানে সুস্থ হয়ে উঠছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ প্রধান সিং সাংবাদিকদের বলেন, আমরা সন্দেহ করছি যে কন্যা শিশু জন্ম নেয়ায় শিশুটির বাবা-মা ইচ্ছে করেই শিশুটিকে মাটি চাপা দিয়ে রেখে যায়। আমরা শিশুটির বাবা-মায়ের সন্ধান করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App