×

জাতীয়

ঢাকা ও চট্টগ্রামে শুরু হলো সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০৮:৫৯ পিএম

রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপি সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল। গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে ঢাকার বেশ কয়েকটি স্কুল অংশ নিয়েছে এ উৎসবে। উৎসবে অংশ নেওয়া স্কুলগুলো হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল এবং চট্টগ্রামের মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো বিজ্ঞান বিষয়ক ফিল্ম স্ক্রিনিংয়ের ম্যাসব্যাপি উৎসব শুরু হয়েছে। সায়েন্স ফিল্ম ফেস্টিভাল ঢাকা এবং চট্টগ্রামে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

‘সায়েন্স ফিল্ম ফেস্টিভাল ২০১৯’ শিরোনামে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (১২অক্টোবর) ধানমন্ডির ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের নবাব আলি খান মিলনায়তনে পর্দা উঠে ম্যাসব্যাপী এই বিজ্ঞান ভিত্তিক এই চলচিত্র উৎসবের। উদ্বোধনী পর্বে পাপেট শো উপস্থিত শিক্ষার্থীদের আনন্দ দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন বুর্কহার্ড ডুকোফ্রে, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডা. গামিয়া সেলিম। স্বাগত বক্তব্য রাখেন গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ড. কিরস্টেন হাকেনব্রোক।

বক্তারা বলেন, সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা একটি সমৃদ্ধ মহাবিশ্ব অন্বেষণে তাদের বিভিন্ন সৃজনশীল বৈজ্ঞানিক পরীক্ষামূলক কর্মকা-ের মধ্য দিয়ে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App