×

অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত চান আমানতকারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০২:৩৯ পিএম

ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত চান আমানতকারীরা
ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত চান আমানতকারীরা
ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত চান আমানতকারীরা

আগামী ডিসেম্বরের মধ্যে জমানো টাকা ফেরত দেয়ার দাবি জানিয়েছেন অবসায়ন হওয়া পিপলস লিজিংয়ের আামনতকারীরা। সোমবার (১৪ অক্টোবর) আমানতকারীদের পক্ষ হতে আমানতকারী কাউন্সিলের ৫ জন সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে এ দাবি জানান। বৈঠক শেষে সামিয়া বিনতে মাহবুব নামে একজন সাংবাদিকদের এ কথা জানান। এদিকে, আমানতকারিদের টাকা দ্রুত ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

আনোয়ারুল হক নামের একজন আমানতকারী বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা ফেরত পাওয়ার দাবি জানালে খুব দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তবে এর জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করতে পারেননি তারা।

আমানতকারীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আমানতকারী সমিতির আহ্বায়ক আনোয়ারুল হক, যুগ্ম আহ্বায়ক রানা ঘোষ, সম্পাদক প্রশান্ত কুমার দাস, এবং সামিয়া বিনতে মাহবুব। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন গভর্নর ফজলে কবির, নির্বাহী পরিচালক শাহ আলম, অবসায়ন আসাদুজ্জামান খান প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পিপলস লিজিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়। ২০০৫ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

পিপলস লিজিংএ বর্তমান আমানত ২ হাজার ৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। বাকি ৭০০ কোটি টাকা ৬ হাজার ব্যক্তি শ্রেণির আমানত। প্রতিষ্ঠানটি ঋণ দিয়েছে ১ হাজার ১৩১ কোটি টাকা। এর মধ্যে ৭৪৮ কোটি টাকা খেলাপি ঋণ। এটি মোট ঋণের ৬৬ দশমিক ১৪ শতাংশ। খেলাপি ঋণের বড় অংশই নিয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা। ধারাবাহিকভাবে লোকসানের কারণে ২০১৪ সাল থেকে পিপলস লিজিং লভ্যাংশ দিতে পারছে না। তবে আমানতের বিপরীতে কাগজকলমে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ২৬৯ কোটি টাকার সম্পদ দেখানো হলেও বাস্তবে তিন ভাগের এক ভাগও নেই বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App