×

জাতীয়

বুয়েট পরীক্ষা, অভিভাবকদের চোখে উদ্বেগের ছাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১১:২৬ এএম

বুয়েট পরীক্ষা, অভিভাবকদের চোখে উদ্বেগের ছাপ
বুয়েট পরীক্ষা, অভিভাবকদের চোখে উদ্বেগের ছাপ
বুয়েট পরীক্ষা, অভিভাবকদের চোখে উদ্বেগের ছাপ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের চলা আন্দোলনে সংশয় থাকা সত্বেও অনুষ্ঠিত হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা। কিন্তু, চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে। সরেজমিনে দেখা গেছে অনেকেই বুয়েটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছুটা দুঃশ্চিন্তিত। রাজশাহী থেকে এসেছেন এক অভিভাবক। তার মেয়ে পরীক্ষা দিচ্ছেন। মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে থাকা এ অভিভাবক বলেন, বুয়েটের প্রতি আমাদের অনেক ভাল ধারণা ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাসমূহ আমাকে বুয়েট নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। নিজের সন্তানকে যে এখানে পাঠাব, সে এখানে নিরাপদ কি না? তাকে হলে রাখতে পারব কি না? এ প্রশ্নগুলো আমাকে কিছুটা হলেও কপালে চিন্তার ভাজ ফেলছে বলে জানান এ অভিভাবক। দিনাজপুর থেকে এসেছেন শাহ্ আলম মিয়া। এবছর তার ছোট মেয়ে পরীক্ষা দিচ্ছেন। তিনি এর আগেও তার ছেলেকে ভর্তি পরীক্ষা দেওয়াতে বুয়েটে এসেছিলেন। দুবারের পরিবেশে অনেক অমিল রয়েছে বলে জানান তিনি। এবছর সবার চোখে শোকের ছায়া দেখছেন তিনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালে আঁকা আবরারের ছবিগুলো (গ্রাফিতি) তাকে ভীষনভাবে নাড়া দিয়েছেন। তিনি বলেন, সন্তানদের লেখাপড়া নিয়ে অভিভাবকরা সর্বদাই উদ্বিগ্ন থাকে। যখন বিশ্ববিদ্যালয়ে খুনের ঘটনা ঘটে তখন তো চিন্তা আরও বেড়ে যায়। আমরা কার হাতে তুলে দিব তাকে, সে ওখানে নিরাপদ কি না এসব নিয়ে ভাবতে হয়। তবে অভিভাবকদের উদ্বিগ্ন না হতে আহবান জানিয়েছেন বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। সকালে বুয়েট পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা আমার নজরে আসে নি। আশা করছি শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা শেষ হবে। আপনারদের দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা আমাদের সন্তানদের সব দাবি মেনে নিয়েছি। আশা করি বুয়েট আবার আগের অবস্থায় ফিরে আসবে। আন্দোলন শিথিল করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য আরো বলেন, তারা আমার সন্তানের মত। তারা আন্দোলন শিথিল করায়ই এ ভর্তি পরীক্ষা যথাসময়ে হচ্ছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার সন্তানদের সকল দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিয়েছি। এর মধ্যে অনেকগুলোর বাস্তবায়নও আপনারা দেখেছেন। বাকিগুলোও খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। আমার বিশ্বাস শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করবে। উল্লেখ্য, গত ৬ই অক্টোবর গভীর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তার বিরুদ্ধে শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল ছাত্রলীগ। এ ঘটনায় বুয়েটসহ সারাদেশের ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে ওঠে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিসহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু করে বুয়েটের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিষিদ্ধ করা হয় বুয়েটে সব ধরণের রাজনৈতিক কার্যক্রম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App