×

জাতীয়

কোম্পানি গঠন করে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০৪:৪৭ পিএম

কোম্পানি গঠন করে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা

পরিবেশ ও মানব স্বাস্থ্য সুরক্ষায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব ধরনের তেজষ্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা করা হবে একটি কোম্পানির মাধ্যমে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাধ্যমে কোম্পানি নিয়োগ পাবে। এর নাম হবে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি (আরডব্লিউএমসি)। যে কোম্পানির এক্সপার্টিজ থাকবে। যারা বর্জ্য ব্যবস্থাপনার কাজ করবে।

সারাদেশে যত পারমাণবিক শক্তির বর্জ্য পাওয়া যাবে সে সবের ব্যবস্থাপনা করবে কোম্পানিটি। সোমবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে পারমাণবিক জ্বালানির নিরাপদ ব্যবস্থাপনায় নীতিমালার অনুমোদন দেয়া হয়েছে।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, যেসব দেশ থেকে পারমাণবিক জ্বালানি সংগ্রহ করা হবে, সেসব দেশেই ফেরত পাঠানো হবে ব্যবহৃত পারমাণবিক জ্বালানির বর্জ্য। চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক প্রকল্পের বর্জ্য রাশিয়া নিয়ে যাবে। তারাই সে দেশে নিয়ে ধ্বংস করবে।

আরো পড়ুন :

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App