×

জাতীয়

ইলিশ পাহারায় পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ০৩:৪২ পিএম

ইলিশ পাহারায় পুলিশ
জাতীয় সম্পদ ইলিশের প্রজজন মৌসুমে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর ও পেশাগত দায়িত্ব পালনে রাতভর নদীতে পাহারাদারের দায়িত্ব পালন করেছেন পটুয়াখালী পুলিশ সুপার মো. মইনুল হাসান পিপিএম। রোববার (১৩ অক্টোবর) রাত ১০ টা থেকে গভীর রাত ৩টা পর্যন্ত পায়রা নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ট্রলারে নদী পাহাড়া দিতে দেখা গেছে। প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় হাতে লাইট হাতে কখনও দাড়িয়ে কখনও ট্রলারের সামনে বসে নদীতে মা ইলিশ পাহারাদেন দেন পুলিশ সুপার। এসময় তার সাথে ছিলো অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ রহমান, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাকির হোসেন সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সুপার মইনুল হাসান পিপিএম জানান, সরকারি দায়িত্ব এবং নিজের দায়িত্ব বোধ থেকেই কাজ করছি। নিষেধাজ্ঞার ২২দিনে প্রতিদিন ২৪ঘন্টাই পুলিশের কয়েকটি টিম জেলার বিভিন্ন নদীতে টহল ও অনুসন্ধান অব্যাহত রেখেছে। ফোর্সদের এ কাজে উৎসাহ দিতে তিনিও রাতে নদীতে ঘুরেন। তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা পেলে ইলিশ উৎপাদন বাড়ার সাথে সাথে জেলেদের এবং দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে। সবাই কে মা ইলিশ রক্ষায় কাজ করার জন্য আহবানও জানান তিনি। তিনি আরও বলেন, ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২২ দিন প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে। কেউ যদি এর ব্যাপতয় ঘটায় তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App