×

জাতীয়

আন্দোলনকারী বুয়েট শিক্ষার্থীদের "হেল্প ডেস্ক"

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১১:৪৭ এএম

আন্দোলনকারী বুয়েট শিক্ষার্থীদের
আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার জন্য তারা আন্দোলন শিথিল করেছেন। দূর-দূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাভাবে "হেল্প ডেস্কের" মাধ্যমে সহযোগিতা করেছেন তারা। সরেজমিনে দেখা যায়, বুয়েট শিক্ষার্থীরা ভর্তিচ্ছুদের পরীক্ষার হল চিনিয়ে দেওয়া, অভিভাবকদের বসার ব্যবস্থা করা এবং তাদের পানীয়জলের ব্যবস্থা করে দেয়াসহ নানান সেবা দিচ্ছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজকে (১৪ অক্টোবর) তারা কোন আন্দোলন কর্মসূচি পালন করবেন না। কোন সংবাদ সম্মেলনও করবেন না। আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচী সম্পর্কে জানাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App