×

খেলা

সাকিবের বার্বাডোজ চ্যাম্পিয়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১০:১৯ এএম

সাকিবের বার্বাডোজ চ্যাম্পিয়ন
গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। শনিবার দিবাগত রাতে গায়ানার ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বার্বাডোজ জিতেছে ২৭ রানে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে বার্বাডোজ। জবাবে ৯ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি গায়ানা। অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল গায়ানা। টানা ১১ জয়ের মাঝে তারা বার্বাডোজকে হারিয়েছিল তিনবার। ফাইনালের মঞ্চে সেই গায়ানাকে হারিয়ে প্রতিশোধ নিয়ে শিরোপা উৎসব করল বার্বাডোজ। আর দ্বিতীয়বারের মতো সিপিএলে শিরোপার স্বাদ পেলেন সাকিব। এর আগে ২০১৬ সালের আসরে এই গায়ানাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সাকিবের দল জ্যামাইকা তালওয়াস। এ ছাড়া দুইবার আইপিএল ও একবার বিপিএল শিরোপার স্বাদও পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বল হাতে ২ ওভারে ১৮ রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি। এর আগে ব্যাট করতে নেমে ১৫ বলে একটি চারে করেছিলেন ১৫ রান। ফাইনাল ম্যাচে সাকিব পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে দেন ৫ রান। ১৭তম ওভারে বোলিংয়ে ফিরে খরচ করেন ১৩ রান। সিপিএলের এবারের আসরে তিনি খেলেছেন ছয় ম্যাচ। প্রথম তিন ম্যাচে দারুণ বোলিংয়ে সাকিব নিয়েছিলেন ৪ উইকেট। তবে শেষ তিন ম্যাচে উইকেটশূন্য থাকলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাট হাতে মোট ছয় ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ ১১২ রান। নয় ম্যাচে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন বার্বাডোজের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App