×

জাতীয়

হত্যাকাণ্ডের বিচারের দাবির মানববন্ধনে পুলিশের বাধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০২:৪৫ পিএম

হত্যাকাণ্ডের বিচারের দাবির মানববন্ধনে পুলিশের বাধা
হত্যাকাণ্ডের বিচারের দাবির মানববন্ধনে পুলিশের বাধা

মাদারীপুরের মস্তফাপুরে শ্যাম চন্দ্র দাসের হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে পুলিশ বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীদের মারধর করা সহ জোরপূর্বক ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে মানববন্ধনে পুলিশ বাধা সৃষ্টি করে মানববন্ধন পণ্ড করে দেয়। এতে ফুঁসে উঠেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শ্যাম চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রোববার সকালে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিচারের দাবিতে নিহতের স্বজনরা মানববন্ধন করতে আসতে থাকলে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ মানববন্ধনের ব্যানার জোরপূর্বক নিয়ে যায়। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহনকারীদের পুলিশ মারধর করে।

এব্যাপারে নিহতের মা মিনা দাস বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে। আমাদের মারধর করেছে। আমর ছেলেকে হত্যার ঘটনায় পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের এই জুলুম কেন বুঝতে পারছি না।’

মানববন্ধনে বাধা দেয়ার বিষয় অস্বীকার করে মাদারীপুরেরর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কাউকে কিছু না জানিয়ে তিন ট্রাকে হাজার খানেক লোক জড়ো হয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে রাস্তা থেকে সরিয়ে মানববন্ধন করতে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App