×

খেলা

ভাবনায় এবার ভারত বধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১২:৫১ পিএম

ভাবনায় এবার ভারত বধ
কাতার বিশ্বকাপ ২০২০ বাছাই পর্বে আয়োজকদের বিপক্ষে ঢাকার মাঠ মাতিয়ে জামাল ভূঁইয়ারা এখন ভারতের কলকাতায়। আগামী ১৫ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ককে ভাবাচ্ছে প্রতিপক্ষের তিন ফুটবলার। ভারতের ওই ৩ ফুটবলারের ব্যাপারে সতর্ক থাকার কথাও জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। শুক্রবার (১০ অক্টোবর ) দুপুরে পশ্চিমবঙ্গে পৌঁছে তাদের জন্য নির্দিষ্ট আবাসন হোটেলে বিশ্রামে কাটায় টিম বাংলাদেশ। বিকেলে জিম এবং সুইমিংয়ে রিকোভারি সেশনে অংশ নেয় জেমি ডের শিষ্যরা। দলের সবাই সুস্থ এবং ফিট আছেন, যদিও সেখানকার আবহাওয়া কিছুটা গরম (৩১ ডিগ্রি সেলসিয়াস)। গতকাল সকালে মূল ভেন্যুতে অনুশীলনে সময় কাটায় লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে ভারত। এ ছাড়া যে কাতারের বিপক্ষে বাংলাদেশ লড়াই করে হেরেছে সেই কাতারকে নিজেদের মাঠে অ্যাওয়ে ম্যাচে রুখে দিয়েছিল ভারত। ফলে মনস্তাত্তি¡ক দিক থেকে মঙ্গলবারের ম্যাচে এগিয়ে থাকবে স্বাগতিকরাই। তবে এসব নিয়ে ভাবতে রাজি নন বাংলাদেশ দলের অধিনায়ক। তার মতে স্বাগতিক দল হওয়ায় ভারতই বেশি চাপে থাকবে। সে সুযোগ কাজে লাগিয়ে জয়ের তাগিদ ও তারুণ্যকেই মূল হাতিয়ার বানিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাল। ভারতে এক সাক্ষাৎকারে জামাল বলেন, ঘরের মাঠে চাপটা বেশি ভারতেরই। কারণ ম্যাচটা ওদের জিততে হবে। প্রতিবেশী দেশের বিপক্ষে এই ফুটবল ম্যাচটা আমরা হারতে চাই না। ম্যাচে কড়া ট্যাকল, ধাক্কাধাক্কি হবেই। আমাদের দলে অনূর্ধ্ব-২৩ ফুটবলারের সংখ্যা বেশি। ভারতকে হারানোর জন্য মরিয়া তাগিদ ও তারুণ্যই আমাদের অস্ত্র। এ সময় কাতারের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ চলে এলে জামাল বলেন, কাতারের বিপক্ষে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি আমরা। আমি নিজেই দুটো সহজ গোলের সুযোগ নষ্ট করেছি। তিনবার গোললাইন থেকে বল বিপদমুক্ত করেছে কাতার। আমাদের ভাগ্য সঙ্গে ছিল না। সাহস ও মানসিকতায় শক্ত অবস্থান পরিষ্কার করলেও ভারতের তিন ফুটবলারের ব্যাপারে সতর্ক থাকার কথাও জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে ভারতের অধিনায়ক সুনিল ছেত্রি, উইঙ্গার উদান্ত সিং ও গোলরক্ষক গুরপ্রিত সিং সাধুর বিপক্ষে ভালো করতে পারলেই ফলাফল অনুক‚লে আসতে পারে। জামাল আরো বলেন, এর আগে দুবার ভারতের বিপক্ষে খেলেছি। প্রথমবার ১-১ শেষ হয়েছিল। দ্বিতীয়বার ফল হয় ২-২। ওই দুটো ম্যাচেই গোল করেছিল সুনিল। ও আমাদের কাছে একটা বড়সড় বিপদ। ভারতের পুরো দলটার রিমোট কন্ট্রোলই সুনিলের হাতে, সঙ্গে উদান্তর গতি এবং গোলবারে গুরপ্রিত- এই তিন জনের জন্যই ভারত ফেভারিট। আসন্ন বিশ^কাপের আয়োজক দেশ কাতারের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যে নৈপুণ্য প্রদর্শন করেছে জামালরা তা অনেক দিন মনে রাখবে স্টেডিয়াম উপচে পড়া দর্শকরা। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি হারলেও দর্শকদের মন জয় করে নিয়েছেন তারা। সে ম্যাচে ফুটবলাররা যেমন- জয় করেছেন দর্শকদের মন, তেমনি গ্যালারিতে দর্শকদের উপস্থিতি উদ্বেলিত করেছে বাংলাদেশের খেলোয়াড়দেরও। তাই তো ম্যাচ শেষে গ্যালারির সামনে গিয়ে দলের পক্ষ থেকে জামাল ভূঁইয়া মাঠে আসা সব দর্শকদের ধন্যবাদ জানাতে ভুলেননি। আবার নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দোয়া চেয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ইনশাল্লাহ আমরা ৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশে ফিরব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App