×

আন্তর্জাতিক

বেলাভূমি সাফ করলেন নরেন্দ্র মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১২:১৩ পিএম

বেলাভূমি সাফ করলেন নরেন্দ্র মোদি
চীনা অতিথি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের আগে গতকাল শনিবার সকালে মমল্লপুরমের সমুদ্র সৈকত সাফ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আধ ঘণ্টা ধরে সৈকতে পড়ে থাকা প্লাস্টিকসহ নানা রকমের বর্জ্য কুড়িয়ে চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরের ওই সমুদ্র সৈকত পুরোপুরি পরিষ্কার করে ফেলেন তিনি। ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অঙ্গ হিসেবেই এ দিন মমল্লপুরমের সমুদ্র সৈকত পরিষ্কার করেন মোদি। পরিবেশ নির্মল রাখার বার্তা দেন দেশবাসীকে। এ দিন তার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমের ভিডিও পরে টুইট করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে, তিনি যেখানে উঠেছেন, সেই তাজ ফিশারম্যানস কোভ রিসোর্ট এন্ড স্পায়ের কাছে সমুদ্র সৈকতে যত প্লাস্টিকের বোতল বা অন্যান্য জিনিসপত্র পড়ে আছে, ঘুরে ঘুরে সেসব কুড়িয়ে নিচ্ছেন তিনি। সমুদ্র সৈকত থেকে যা তিনি কুড়িয়ে পান, সেই প্যাকেটে ভরে তুলে দেন হোটেলকর্মী জয়রাজের হাতে। এ দিনই চেন্নাইয়ে সফররত চীনা প্রেসিডেন্টর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক সারেন তিনি। সকালে মমল্লপুরম সমুদ্র সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য কুড়ানোর কিছুক্ষণের মধ্যেই চেন্নাইয়ের পথে রওনা হয়ে যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App