×

জাতীয়

মেজর হাফিজ গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০১:১৩ এএম

মেজর হাফিজ গ্রেপ্তার

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও দলটির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) প্রধান কর্মকর্তা কর্নেল (অব.) ইসহাককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে প্রথমে ইসহাককে পরে রাতে গ্রেপ্তার করা হয় হাফিজ উদ্দিনকে। তাদের দুইজনকেই রাজধানীর পল্লবী থানায় সোপর্দ করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় দায়র করা মামলায় র‌্যাব-৪ এর সদস্যরা রাতে তাদের দুজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। দায়ের করা মামলায় পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

দলীয় নেতাদের দেয়া তথ্যমতে, সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন মেজর হাফিজ। শনিবার তার বরিশাল যাওয়ার কথা ছিল। থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে মেইলে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ৩১ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App