×

জাতীয়

পুলিশের বাধায় ফিরে গেলেন বিএনপি’র নেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০২:৩৩ পিএম

পুলিশের বাধায় ফিরে গেলেন বিএনপি’র নেতারা
কুষ্টিয়ায় পুলিশের বাধায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সান্তনা দিতে কুমারখালী যেতে পারেনি সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান ও বিএনপির অন্যান্য নেতারা। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর ভেড়ামারা অংশের টোল প্লাজা থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। পরে গাড়ীটি পুনরায় ঢাকার অভিমুখে ফিরে যায়। এ সময় বিএনপি নেতারা বলেন, আমাদের কুষ্টিয়া লালন শাহ সেতুতে পুলিশ অন্যায় ভাবে বাধা প্রদান করছে। আমরা জাতিকে জানাতে চাই আবরার আমাদের জাতীর সম্পদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, আমরা এসেছি কেন্দ্র ঘোষিত শান্তিপূর্নভাবে সমাবেশ করবো। জেলা বিএনসপির কার্যালয়ে যাবো। আমরা শহীদ আবরাবের বাড়ীতে যাবো। তার বাবা-মার সাথে কথা বলবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাঠিয়েছেন। আমাদের গণত্রান্তিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা সংবিধানকে অমান্য করা হচ্ছে। আমাদের অধিকার পুলিশ কেড়ে নিচ্ছে। আমাদের গণতন্ত্র কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের সংগ্রাম চলবে। এ সময় তার সাথে ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমি, সাধারণ সম্পাদক সোহবার উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আল বেরুনী, ভেড়ামার থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ১০টা থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। গত ৬ অক্টোবর (রোববার) রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এরপর তাকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App