×

জাতীয়

নভেম্বরের শুরুতেই আবরার হত্যার অভিযোগপত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলার অভিযোগপত্র আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে পেশ করতে সক্ষম হবে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। তদন্ত শেষ পর্যায়ের দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন যে হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতার ব্যাপারে জানতে পেরেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ১৯ জনের মধ্যে ইতিমধ্যে চার জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে গত রোববার রাতে ‘শিবির’ সন্দেহে শেরে বাংলা হলের একটি কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। এই ঘটনার পর থেকে হত্যাকারীদের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করেছে বুয়েটের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে সম্পাদিত চুক্তি নিয়ে বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App