×

জাতীয়

দুইশ অবৈধ স্থাপনা উচ্ছেদ, দশ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০৫:৪০ পিএম

নগরীর খাল দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর বিভিন্ন স্থানে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ স্থাপনা নির্মাণকারীকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

সিডিএ সূত্র জানায়, এ সময় নগরীর রাজাখালী খালের তীরে প্রায় তিন কিলোমিটার এলাকায় প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ৬টি পাকা বহুতল ভবন রয়েছে। অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন জলবদ্ধতা প্রকল্পের পরিচালক কর্নেল শাহ আলী ও সহকারী প্রকৌশলী হামিদুল হক। এ অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সহযোগিতা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App