×

আন্তর্জাতিক

কী প্রস্তুতি নেওয়া হয়েছিল?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০২:৪৩ পিএম

কী প্রস্তুতি নেওয়া হয়েছিল?

২২৫ কিলোমিটার/ঘন্টা বাতাসের গতিবেগ দিয়ে আঘাত হানে টাইফুন হাজিবিস। ছবি: বিবিসি।

কী প্রস্তুতি নেওয়া হয়েছিল?
জাপানে কয়েক দশকের সবচেয়ে বড় ঝড়ের সংকেত পেয়ে প্রায় শত্তুর লাখেরও বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল, তবে ধারণা করা হচ্ছে মাত্র ৫০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। টাইফুনটি আঘাত হানার আগে সুপারমার্কেটগুলোর অনেক বাসিন্দা বিধি-ব্যবস্থা নিয়ে তাদের মালামালগুলো সুরক্ষিত স্থানে সরিয়ে নেয়। [caption id="attachment_169315" align="aligncenter" width="700"] ২২৫ কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের গতিবেগ দিয়ে আঘাত হানে টাইফুন হাগিবিস। ছবি: বিবিসি।[/caption] জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এর পূর্বাভাসক ইয়াসুশি কাজিওয়ারা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "শহর ও গ্রামে অভূতপূর্ব ভারী বৃষ্টিপাত দেখা গেছে যার কারণে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।" [caption id="attachment_169330" align="aligncenter" width="700"] টোকিওর হানাডা বিমানবন্দর এবং চিবার নরিতা বিমানবন্দরে প্রায় এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়। ছবি: এএফপি।[/caption] অনেক বুলেট ট্রেন পরিষেবা বন্ধ ছিল এবং টোকিও মেট্রোর বেশ কয়েকটি লাইন শনিবারের (১২ অক্টোবর) বেশিরভাগ সময়ই স্থগিত ছিল। টোকিওর হানাডা বিমানবন্দর এবং চিবার নরিতা বিমানবন্দরে প্রায় এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। শনিবারের জন্য নির্ধারিত ইংল্যান্ড-ফ্রান্স এবং নিউজিল্যান্ড-ইতালির দুটি রাগবি বিশ্বকাপের খেলা ৩২ বছরের ইতিহাসে প্রথমবার নিরাপত্তার কারণে বাতিল করা হয় যা কিনা ড্র হিসাবে ঘোষণা করা হয়। এছাড়াও রবিবারের (১৩ অক্টোবর) নামিবিয়া-কানাডার ম্যাচটি কামাইশিতে অনুষ্ঠিত হওয়ার কারণে এটি বাতিল করে একটি ড্র ঘোষণা করা হয়। এদিকে, রবিবার স্কটল্যান্ড এবং আয়োজক দেশ জাপানের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত দেয় টুর্নামেন্টের সুরক্ষা পরিদর্শন কমিটি।   আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App