×

জাতীয়

উচ্ছেদকৃত স্থাপনা রক্ষায় সরব ডিএনসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০৮:১১ পিএম

উচ্ছেদকৃত স্থাপনা রক্ষায় সরব ডিএনসিসি

সড়ক ও ফুটপাত দখল করে রাখা নির্মাণ সামগ্রী

ফুটপাত থেকে উচ্ছেদকৃত অবৈধ স্থাপনা পুনরায় দখল ঠেকাতে নতুন করে মনিটরিং করছে ডিএনসিসির ভ্রাম্যমান আদালত। মনিটরিংয়ের অংশ হিসেবে রোববার (১৩ অক্টোবর) সন্ধা ৫টা থেকে ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন উত্তরায় উচ্ছেদকৃত এলাকাসমূহ পরিদর্শন করেন।

এসময় উত্তরা ৯ নম্বর সেক্টরে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় তিনজন ব্যক্তিকে সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। গত ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উত্তরা, মহাখালী, ফার্মগেট, মিরপুর, গুলশান, ভাষানটেকসহ বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান, ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App