×

জাতীয়

বুয়েটকে অবরুদ্ধ করবে প্রগতিশীল ছাত্র ফ্রন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ০৪:২৬ পিএম

বুয়েটকে অবরুদ্ধ করবে প্রগতিশীল ছাত্র ফ্রন্ট
ছাত্র রাজনীতি বন্ধের নিষেধাজ্ঞায় বুয়েটকে অবরুদ্ধ করবে মন্তব্য করে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ বলেছেন, বুয়েটে রাজনীতি বন্ধ নয়, সন্ত্রাস-দখলদারীত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নেয়া জরুরী। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোটের এক সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সভাপতি আল কাদেরী জয়, আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভপতি মেহেদি হাসান নোবেল, ছাত্র ফ্রন্ট-এর সভাপতি মাসুদ রানা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ না নিয়ে এ ধরনের নিষেধাজ্ঞা বুয়েটকে অবরুদ্ধ করবে, বিরোধী মত দমনের প্রক্রিয়াকে শক্তিশালী করবে। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সকলের জন্য অবাধ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবিও জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App