×

খেলা

ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ১২:১১ পিএম

ফাইনালে বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জিতে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশের দুরন্ত মেয়েরা। গতকাল ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের এ আসরে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল তারা। বাংলাদেশের হয়ে গোল করেছেন সাজেদা আক্তার রিপা ও শামসুন্নাহার। আর নেপালের হয়ে একমাত্র গোলটি করেছেন আমিশা কার্কি। নিজেদের খেলা দুটি ম্যাচের দুটিতেই হেরেছে নেপাল। ফলে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। রবিবার (১৩ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ১৫ অক্টোবর এই ভারতের বিপক্ষেই ফাইনালে লড়বে গোলাম রব্বানীর শিষ্যরা। দিনের অপর ম্যাচে ভুটানের মেয়েদের ১০-১ গোলে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে ভারত। চার দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল নিয়ে হবে ফাইনাল সেটি আগেই ঠিক করা ছিল। দুই ম্যাচের দুটোতেই জিতে বাংলাদেশ ও ভারত সমান ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে আগামীকাল গ্রুপ পর্বের বাংলাদেশ ও ভারতের ম্যাচটি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ওই দিনই গ্রপে পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভুটান ও নেপাল। তবে ফাইনালের দল নিশ্চিত হয়ে যাওয়ায় নেপাল ও ভুটানের ম্যাচটি শুধু নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। এদিকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচ জেতায় দ্বিতীয় ম্যাচে নেপালকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত এমন পরিসংখ্যানকে সামনে রেখে গতকাল নেপালের মুখোমুখি হয় শামসুন্নাহার-রুপ্নারা। বাংলাদেশের মেয়েদের চেয়ে নেপালি মেয়েরা চাপে ছিল। কারণ হারলেই যে আসর থেকে বাদ। সেই চাপকেই কাজে লাগিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। গোল পেতেও সময় লাগেনি দুর্বার কিশোরীদের। ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রথম গোলটি পেয়ে যায় তারা। এরপর ১৫ মিনিট পেরুতেই ২৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি তুলে নেয় বাঘিনীরা। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল তুলে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো ৬৩ মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করে নেপাল। নেপাল গোল পরিশোধ করলেও মাঠের লড়াইয়ে এগিয়েছিল বাংলাদেশ। ফলে আর দ্বিতীয় গোল করার সুযোগ পায়নি নেপালের কিশোরীরা। আর কোনো গোল না হলে জয় নিয়ে ম্যাচ শেষ করার পাশাপাশি ফাইনালের টিকেট নিশ্চিত করে রিপারা। ২০১৭ সালে ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে খেলতে নেমেই বাজিমাত করেছিল বাংলারবাঘিনীরা। সে বছর ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে তারা। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ হিসেবে পায় এই ভারতকেই। তবে ২০১৮ সালে বাংলাদেশের কিশোরীদের হারিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়ে যায় ভারত। তাই এবারের আসরটি বাংলার মেয়েদের জন্য ছিল শিরোপা পুনরুদ্ধারের মিশন। সেই মিশনে খুব ভালো করেই এগিয়ে যাচ্ছে তারা। এখন চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App