×

খেলা

পর্তুগালের জয়, ইংল্যান্ডের হার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ০৪:৪২ পিএম

পর্তুগালের জয়, ইংল্যান্ডের হার
ইউরো বাছাই ২০২০ এ জয়ের ধারা অব্যাহত রেখেছে চ্যাম্পিয়ন পর্তুগাল। লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়ে মূল পর্বের আরো কাছে চলে এসেছে তারা। পর্তুগালের হয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বার্নাদো সিলভা ও গুয়েদেস। ১২ অক্টোবরের ম্যাচে গোল করার মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে ৬৯৯টি গোল করেছেন রোনালদো। আর একটি গোল করতে পারলেই ৭০০র ঘর ছুঁয়ে ফেলবেন তিনি। এছাড়া পর্তুগালের হয়ে ৯৪টি গোল করেছেন তিনি। ফলে পর্তুগালের ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও তার দখলেই রয়েছে। বাঁছাইয়ে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। চেক রিপাবলিকের বিপক্ষে ২-১ গোলে হারে গ্যারেথ সাউদগ্যাটের শিষ্যরা। এই হারের ফলে দশ বছর পর প্রথমবারের মতো কোন কোয়ালিফাইং পর্বে হারের মুখ দেখল ইংল্যান্ড। পেনাল্টি থেকে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক হ্যারি ক্যান। আর চেক রিপাবলিকের হয়ে গোল করেছেন জাকুব ব্রাবেক ও জেদেনিক ওন্দ্রাসেক। ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মাথায় পেনাল্টিতে এগিয়ে গেলেও চার মিনিট পর গোল শোধ করে চেক। এরপর ম্যাচ শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল করে ইংল্যান্ডের জয়ের রথ থামায় চেক রিপাবলিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App