×

সাহিত্য

এসএম সুলতানের মৃত্যুবার্ষিকীতে দশ গুণীকে সম্মাননা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ০৮:৩০ পিএম

এসএম সুলতানের মৃত্যুবার্ষিকীতে দশ গুণীকে সম্মাননা

১০ অক্টোবর ছিল চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী। আর এই মৃত্যুবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে দশ বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করেছে ক্যানভাস অব বাংলাদেশ নামের একটি সংগঠন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- চিত্রশিল্পে মাহফুজা বিউটি ও ডা.এম এ বারী, ভাস্কর্যশিল্পে শ্যামল চৌধুরী ও মাসুদুল হক, ছাপচিত্রে প্রফেসর ড.হীরা সোবাহান, মৃৎশিল্পে মো.মাসুদুর রহমান, কারুশিল্পে ইন্দ্রজিৎ ঘোষ, ফ্যাশন ডিজাইনিংয়ে নাজমুল কাদির কায়কোবাদ ও ফাতেমা আক্তার এবং রন্ধনশিল্পে লাইজু নিপা।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক মোস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App