×

শিক্ষা

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বুয়েট উপাচার্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ০৫:৫২ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বুয়েট উপাচার্য
শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বুয়েট উপাচার্য
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েট উপাচার্যের সাথে শিক্ষার্থীদের নির্ধারিত বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় বুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয় । এ বৈঠকে মূলত আবরারের খুনীদের ফাঁসিসহ শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে শুধু বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের (১৫ তম, ১৬ তম, ১৭ তম ও ১৮ তম ব্যাচ) সঙ্গে আলোচনা করবেন উপাচার্য। এছাড়া সেখানে উপস্থিত আছেন গণমাধ্যমকর্মীরা। এর আগে গত কয়েকদিন ধরে উপাচার্যের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেও ব্যর্থ হন শিক্ষার্থীরা। উপাচার্য গণমাধ্যম ছাড়া শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে রাজি হলেও শিক্ষার্থীরা তাতে রাজি হননি। পরে অবশ্য উপাচার্য গণমাধ্যম কর্মীদের সামনে আলোচনা করতে রাজি হয়েছেন উপাচার্য। তবে উপাচার্য শর্ত দিয়েছেন আলোচনা সভা সরাসরি সম্প্রচার করা যাবে না এবং সংলাপ চলাকালে উপাচার্যকে কোনো প্রশ্ন করতে পারবেন না গণমাধ্যমকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App