×

সাময়িকী

সাইকেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ০৬:২৫ পিএম

গন্তব্যে ছুটে চলা দুই চাকার সাইকেল আমি ঘনছায়া দেখলেই দাঁড়িয়ে পড়ি। হয়তো এই একজীবনে ছুটে চলার বৈচিত্র্যময়তার সন্ধান ছিলো না বলেই মেঠোপথের ধূলো উড়িয়ে তোমাকে খুঁজেছি আমি। গফুরাবাদ স্টেশন থেকে দূরে হারুলপাড়ায় একদিন যে বিশ্রাম খুঁজেছিলাম। সেখানে আমি আমার জন্যেই একটা গল্প হয়েছিলাম। তখন আমার মনে হয়েছিলো, আমি আমার জন্যে আমাদের দূরত্ব রচনা করি। আমি আমার জন্যেই দুই চাকার সাইকেল হই। পুরাতন গন্তব্য মাড়িয়ে নতুন গন্তব্য খুঁজে চলি। এভাবেই একদিন আড়ালে ঠেলে দিলে সব সম্পর্কের দীপশিখা। আমার জন্য রইলো শুধু ছোপ ছোপ অন্ধকারের রেখা।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App