×

খেলা

সমতায় ফিরল মিঠুনরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ১০:০৭ পিএম

সমতায় ফিরল মিঠুনরা

শ্রীলঙ্কান ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। লঙ্কানদের ছুড়ে দেয়া ২২৬ রান তাড়া করতে নেমে শেষ বলের ও এক উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় টাইগাররা। এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা করল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে হেরেছিল মিঠুনরা।

এদিকে ম্যাচটিতে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন কামিন্দু মেন্ডিস। আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট তুলে নেন আবু হায়দার, ইবাদত হোসেন ও সানজামুল ইসলাম।

তবে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ওপেনার সাইফ মাত্র ৫ রান করে আউট হয়ে যান। তবে আরেক ওপেনার মোহাম্মদ নাইম এক প্রান্ত আগলে রাখেন। আউট হওয়ার আগে ৬৮ রান করেন তিনি। তার ব্যাট থেকেই আসে সর্বোচ্চ রান। তবে এই অল্প রানের লক্ষ্যে পৌঁছতেও শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় টাইগারদের। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট তুলে নিয়েছেন রমেশ মেন্ডিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App