×

জাতীয়

ফাহাদ হত্যার ঘটনায় অমিত সাহা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ১২:০৭ পিএম

ফাহাদ হত্যার ঘটনায় অমিত সাহা গ্রেপ্তার
ফাহাদ হত্যার ঘটনায় অমিত সাহা গ্রেপ্তার

অমিত সাহা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম অমিত সাহা। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের ছাত্র। অমিত বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি জানান, রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ কালীবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে অমিত সাহাকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফেসবুকে লেখালেখির কারণে কারণে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন আবরারের পিতা। ইতিমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App