×

সাহিত্য

দৃষ্টিপাতের ‘রাজা হিমাদ্রি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ০৮:২২ পিএম

দৃষ্টিপাতের ‘রাজা হিমাদ্রি’

সফোক্লিসের গ্রীক ট্র্যাজেডি ‘ইডিপাস’ অবলম্বনে দৃষ্টিপাত নাট্যদল মঞ্চায়ন করলো ব্যতিক্রমী গল্পের নাটক ‘রাজা হিমাদ্রি’। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন ড.খন্দকার তাজমি নূর।

প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্য দিয়ে শুরু হয় নাটকের গল্প। রাজা হিমাদ্রি ও তার রাজ্যের সকল প্রজাগণ ভীত এই অশুভ ঝড়ের আগমনে। সকলে ভিড় করেছে রাজপ্রাসাদের সামনে। ভীষণ এক সংকটের সম্মুখীন হিমালয় পুত্র রাজা হিমাদ্রি। এরই মধ্যে হিমাদ্রি’র চিন্তার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার জন্মসূত্র। তার ধারণা রানী ইন্দ্রানী হয়ত বংশের অভিমানে তার এই হীন জন্ম কথার আশঙ্কায় লজ্জিত। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অধরা প্রিয়া, আবদুল হালিম আজিজ, খন্দকার তাজমি নূর, জাহাঙ্গীর কবির বকুল, রাকিব হাসান ইভন, শ্রেয়া খন্দকার, সুনীল কুমার, সুজন খান, রফিকুল ইসলাম, সুপ্তি হালদার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App