×

সাময়িকী

কুহকিনী শরৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ০৬:২৫ পিএম

বর্ষা ঘোর কাটেনি বলে দু’মুখো শারদ আকাশ ঝুপ করে নামায় বৃষ্টি, ছলিমের বউটির নাইওরে বাধা হয়ে হাসে বাঁকা ঠোঁটে সাথে পেজা তুলো মেঘের নীলাকাশ ছাদটা রং বদলায় যখন-সখন। কোদাল পড়া জমি পায়- শস্য হাসানো গুরুভার সাদা বক সাদা শাপলার হাসি ভুলে, ভরা বিলে মাছেদের গতিপথে হানা তার তীর চোখ। কাশফুল ছুঁয়ে ছুঁয়ে উড়ে ঐ শরতের সুখ, মল্লিকাবনে ঘন হয় সৌরভ রংয়ের ছিঁটা লাগে শিউলিতে কখনো জ্যোৎস্নায় ডুবে সারা শর্বরী, হাসে উঠোনের হাসনাহেনা ফোটা ফুল গুনে আকাশের ফোটা তারা ঝিঁঝির বিউগল বয় বিমোহন মারুত। থরে থরে রূপের যত পাখনা খোলে কুহকিনী শরৎ।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App