×

শিক্ষা

বুয়েটের আন্দোলন সাময়িক স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ০১:০০ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে চলমান কর্মসূচি সময়িকভাবে স্থগিত করেছে শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচির বিষয়ে বুধবার (৯ অক্টোবর) সকাল দশটায় সংবাদ সম্মেলন করে জানানো হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে আন্দোলনকারীদের পক্ষে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী সৌমেন শিকদার। তিনি বলেন, আজকের (মঙ্গলবার) মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেব আমরা।

এর আগে আবরার হত্যার বিচার দাবিতে মঙ্গলবার সকাল থেকে শুরু করে সারাদিন ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। যা চলে রাত আটটা পর্যন্ত।

গত ৬ অক্টোবর দিনগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বুয়েট কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোকা/এনএম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App