×

জাতীয়

দশ দফা দাবিতে বুয়েটের কার্যক্রম বন্ধের ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ১২:২৮ পিএম

দশ দফা দাবিতে বুয়েটের কার্যক্রম বন্ধের ঘোষণা

দশ দফা দাবিতে শহীদ মিনারের সামনে বুয়েট শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন।

দশ দফা দাবিতে বুয়েটের কার্যক্রম বন্ধের ঘোষণা

আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ছাত্রলীগ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন

দশ দফা দাবিতে বুয়েটের কার্যক্রম বন্ধের ঘোষণা
পূর্বের ৮ দফা দাবির সাথে নতুন ২ টি দাবি যুক্ত করে ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওযার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের এ সকল দাবি না মানা পর্যন্ত তারা সকল ধরণের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ফলে আগামী ১৪ অক্টোবরের বুয়েট ভর্তি পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বুয়েট শহীদ মিনারে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে নিম্নোক্ত ১০ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা- ১. খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যনুসারে শনাক্তকারি খুনীদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিতভাবে খুনী সনাক্তকরণের ৭২ ঘন্টার মধ্যে সনাক্তকৃত খুনীদের সকলের আজীবন বহিঃস্কার নিশ্চিত করতে হবে। ৩. মামলা চলাকালীন সকল খরচ এবং আবরারের পরিবারের সকল ক্ষতিপূরণ বুয়েট প্রশাসনকে বহন করতে হবে। এ মর্মে অফিশিয়াল নোটিশ ১১ তারিখ ৫ টার মধ্যে প্রদান করতে হবে। ৪. দায়েরকৃত মামলা দ্রুত বিচার ট্রাইবুনালের অধীনে স্বল্পতম সময়ে নিষ্পত্তি করার জন্য বুয়েট প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বুয়েট প্রশাসনকে সক্রিয় থেকে সমস্ত প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষন করতে হবে এবং নিয়মিত ছাত্রদের আপডেট করতে হবে। ৫. অবিলম্বে চার্জশীটের কপিসহ অফিশিয়াল নোটিশ দিতে হবে। [caption id="attachment_168515" align="aligncenter" width="700"] আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ছাত্রলীগ মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন[/caption] ৬. বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে বুয়েটে হলে হলে ত্রাসের রাজনীতি কায়েম করে রাখা হয়েছে। জুনিয়র মোস্ট ব্যাচকে সবসময় ভয়ভীতি প্রদর্শনপূর্বক জোর করে রাজনৈতিক মিছিল মিটিংয়ে যুক্ত করা হয়েছে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যেকোন সময় যেকোন হল থেকে সাধারন ছাত্রদের জোরপ্রদর্শনপূর্বক হল থেকে বিতাড়িত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে হলে হলে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। রাজনৈতিক সংগঠনের এহেন কর্মকান্ডে সাধারন ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ, তাই আগামী ৭ দিনের (১৫ অক্টোবর) মধ্যে বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। ৭. বিশ্ববিদ্যালয়ের ভিসি কেন ৩০ ঘন্টা অতিবাহিত হবার পরও ঘটনাস্থলে উপস্থিত হয় নি এবং পরবর্তীতে ৩৮ ঘন্টা পরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরন করে এবং কোনো প্রশ্নের উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন, তাকে সশরীরে ক্যাম্পাসে এসে আজ(০৯/১০/১৯) দুপুর ২ টার মধ্যে জবাবদিহি করতে হবে। ৮. আবাসিক হলগুলোতে র‍্যাগের নামে এবং ভিন্ন মতাবলম্বীদের উপর সকল প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধে প্রশাসনকে জড়িত সকলের ছাত্রত্ব বাতিল করতে হবে। একই সাথে আহসানউল্লা হল এবং সোহরাওয়ার্দী হলের পূর্বের ঘটনাগুলোতে জড়িত সকলের ছাত্রত্ব বাতিল ১১ অক্টোবর,২০১৯ তারিখ বিকাল ৫ টার মধ্যে নিশ্চিত করতে হবে। আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বুয়েটের সামনে রাস্তা অবরোধ করে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থী। ৯. পূর্বে ঘটা এ ধরনের ঘটনা প্রকাশ এবং পরবর্তীতে ঘটা যেকোন ঘটনা প্রকাশের জন্য একটা কমন প্লাটফর্ম(কোন সাইট বা ফর্ম) থাকতে হবে এবং নিয়মিত প্রকাশিত ঘটনা রিভিউ করে দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করতে হবে। এই প্ল্যাটফর্ম হিসেবে বুয়েটের বিআইআইএস একাউন্ট ব্যবহার করতে হবে এবং ১১ অক্টোবর, ২০১৯ বিকাল ৫ টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করতে হবে এবং পরবর্তী ১ মাসের মধ্যে কার্যক্রম পূর্নরূপে শুরু করতে হবে। নিরাপত্তার স্বার্থে সবগুলো হলের প্রত্যেক ফ্লোরের সবগুলা উইংয়ের দুইপাশে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। ১০. রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আবাসিক হল থেকে ছাত্র উৎখাতের ব্যাপারে অজ্ঞ থাকা এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় শেরে বাংলা হলের প্রভোস্টকে ১১ অক্টোবর, ২০১৯ তারিখ বিকাল ৫ টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তাদের এ দশ দফা দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বুয়েটের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, যার মধ্যে আগামী ১৪ অক্টোবরের বুয়েট ভর্তি পরীক্ষাও রয়েছে। এছাড়াও তারা আজ সন্ধ্যা ৭ টার সময় বুয়েট শহীদ মিনারে আবরারের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবে। পাশাপাশি বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও একই সময়ে সংহতি প্রকাশ করে এ কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App