×

শিক্ষা

আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করা হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ০১:৩৫ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বুধবার (৯ অক্টোবর)  বেলা সাড়ে ১১টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুয়েটের আবরার হত্যার ঘটনায় সাংগঠনিক, আইনী, প্রশাসনিক ব্যবস্থা নেয়ার পরও আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, লক্ষ্য করেছি কিছু কুচক্রিমহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। এখন আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ থেকে অপরাধীদের বহিষ্কার করা হয়েছে। আবরার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে মাঠে আছি আমরা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ছাত্রলীগ থেকে প্রশ্রয় দেয়া হয়নি। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে অনুরোধ জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App