×

শিক্ষা

আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ছাত্রলীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯, ০১:২৭ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এসময় সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বুধবার (৯ অক্টোবর)  বেলা সাড়ে ১১টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লেখক ভট্টাচার্য বলেন, সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারীদের যাচাই-বাছাই চলছে। আমরা আবরার হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানাচ্ছি আমরা। তিনি আরও বলেন, ফাহাদ হত্যার ঘটনায় আমরা শোক জানিয়ে কালো ব্যাচ পরিধান করেছি। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যার ব্যাপারে আমরা দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘন্টার মধ্যে ১১ জন কর্মীকে বহিষ্কার করেছি। বাংলাদেশে এত কম সময়ের মধ্যে কোন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা নজিরবিহীন। ফাহাদের খুনিদের ইতিমধ্যে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। এটা অনেক বড় দৃষ্টান্ত। অপরাধী যেই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে অনুরোধ জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App