×

শিক্ষা

আমার সেই গর্বের ক্যাম্পাস ফিরিয়ে দাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ০১:০৬ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ (২১) হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বুয়েটের সাবেক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সাবেক শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। এসময় সাবেক বুয়েটিয়ানদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল গর্বের ক্যাম্পাস ফিরিয়ে দেয়ার আকুতি। প্লাকার্ডে শোভা পাচ্ছিল ‘আমার সেই গর্বের ক্যাম্পাস ফিরিয়ে দাও’।

ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বুয়েটের ৮৫ ব্যাচের শিক্ষার্থী ও জনপ্রিয় কথাসাহিত্যিক সাংবাদিক আনিসুল হক বলেন, বুয়েটে সারাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের তুলে আনা হয়। পৃথিবীর সব জায়গায় বুয়েটের একটা নাম আছে। অথচ বুয়েটের মেধাবী শিক্ষার্থীকে এ পরিণতি ভোগ করতে হলো।

আনিসুল হক বলেন, আমার চাই বুয়েটে বিতর্ক ক্লাস, সংস্কৃতি ক্লাব এ ধরনের সংগঠনগুলো থাকুক। পেশিশক্তির রাজনীতি না থাকুক।

ভোকা/এনএম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App