রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সোমবার সন্ধ্যায় ঘটেছিল কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী সংস্কৃতিসেবিদের মিলন মেলা। নাচ, গান, আবৃত্তি আর কথামালায় সাংস্কৃতিক সংগঠন শুভজন তাদের ৭ম বর্ষ উদ্যাপন করে এদিন সন্ধ্যায়।
অনুষ্ঠানের শুরুতে ছিল সংক্ষিপ্ত আলোচনানুষ্ঠান। ‘সুস্থ সমাজ বিনির্মাণে শুদ্ধ সংস্কৃতি চর্চা’ শিরোনামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক অধ্যাপক বুলবন ওসমান। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জাহিদ হোসেন। আলোচনার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে শিল্পী নিপা আকতারের কণ্ঠে পরিবেশিত হয় বঙ্গবন্ধুকে নিবেদিত গান ‘হয়েছি স্বাধীন দিয়েছি রক্ত’।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।