×

জাতীয়

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে গৃহবধূ দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ০৮:৩৩ পিএম

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নুপুর আক্তার (২৫) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ নুপুরের স্বামী জাহাঙ্গীর হোসেন জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১২ নম্বর লেনের ১তলা সুমনের বাসায় ভাড়া থাকেন তারা। দুপুরে বাসায় একাই ছিলো নুপুর। স্বামী প্রাইভেট কার চালক বাসার বাইরে ছিলো। অনেক দিন ধরেই বাসায় গ্যাসের গন্ধ পেতেন। এজন্য তারা বাসাটি পাল্টে পাশের আরেকটি বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।

আজ নুপুর বাসার জিনিসপত্র গুছাচ্ছিলো। তখন ফ্যানের প্লাগ খোলার সময় সেখান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট হয়। সেখান থেকে ঘরের ভিতর জমে থাকা গ্যাস বিস্ফোরণ হলে তার স্ত্রী নুপুর দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, নুপুরে শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ণ ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App