×

জাতীয়

ভুয়া নথিতে ছাড়ের চেষ্টা, তিন ট্রাক পণ্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ০৫:৩৯ পিএম

কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তাদের সই নকল করে ভুয়া বিল অব এন্ট্রি দেখিয়ে বন্দর থেকে খালাসের সময় জেপি শিটের একটি চালান আটক করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউসের কর্মকর্তারা ওই চালানের পণ্য ভর্তি ৩টি ট্রাক আটক করেন।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার আমানুল্লাহ আয়রন ট্রেডার্সের নামে ৪৩ হাজার ৩০ কেজি জাপানের জেপি শিট বন্দরে আসে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের চৌমুহনীর স্ট্যান্ডার্ড ফ্রেইট। ৩টি কনটেইনারে আসা চালানটি খালাসের জন্য একটি বিল অব এন্ট্রির কাগজ দাখিল করে ৩টি ট্রাকে পণ্য বোঝাই করা হয়।

কাস্টমস হাউসের উপকমিশনার নূর উদ্দিন মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি চালানের পণ্য ভর্তি ৩টি ট্রাক আটক করা হয়েছে। চালানটি যাতে কেউ খালাস নিতে না পারে তার জন্য সিস্টেমে লক করে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App