×

জাতীয়

টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার বিজিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ০৭:৩০ পিএম

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রবিবার (৬অক্টোবর) ভোরে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। একই সঙ্গে মাদক পাচার কাজে ব্যবহৃত কাঠের একটি নৌকাও জব্দ করে বিজিবি। মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির বিশেষ টহল দল সাবরাং বিএসপি পোস্টসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৫-৬ জন লোক হস্তচালিত কাঠের নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে চাইলে বিজিবি সদস্যরা মাদকের তথ্য জানতে চায়। এ সময় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পাশের কেওড়া বন দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে বস্তায় ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। নৌকা টেকনাফ কাস্টমস অফিসে জমা দিয়ে উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়নে রাখা হয়েছে। পরে এসব ধ্বংস করা হবে বলে জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App