×

জাতীয়

চট্টগ্রামে কুমারী পূজায় মণ্ডপে ছিল ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ০৫:৪৯ পিএম

শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমারী পূজায় গতকাল নগরীর পূজামণ্ডপে ছিল মানুষের ঢল। দুর্গাপূজার সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। অষ্টমীর মহা তিথিতে কুমারী পূজা হয়ে থাকে। নগরীর পাথরঘাটা রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে গতকাল কুমারী পূজা করা হয় ৮ বছর বয়সী শ্রেয়সী বিশ্বাস (তাথৈ)। শ্রীমৎ শ্যামল সাধুর পৌরহিত্যে পূজারি ছিলেন পণ্ডিত বাবলা চক্রবর্তী ও তন্ত্রধারে ছিলেন জুয়েল নাথ। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভিড় জমতে থাকেন পূজারি। বিপুলসংখ্যক পুণ্যার্থী বিশেষ প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন। দর্শনার্থী, পূজারি ও ভক্তরা দিনভর এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ভিড় করেন দেবী দর্শনের উদ্দেশ্যে।

শ্যামল সাধু মোহন্ত মোহন্ত মহারাজ বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে এ পূজা করা হয়। মাটির প্রতিমায় দেবীর যে পূজা করা হয় তারই বাস্তব রূপ কুমারী পূজা। কুমারী প্রতীকে জগৎ জননীর পূজায় পরম সৌভাগ্য হয়। তিনি এক হাতে অভয় এবং অন্য হাতে বর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App