×

জাতীয়

চট্টগ্রামে আরো এক ডেঙ্গু রোগী মারা গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ০৫:২৫ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে নগরীর মেহেদিবাগে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে সুমি বৈদ্য (১৯) নামে ওই তরুণী মারা যান। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে ৪ জন মারা গেল। সুমি নগরীর ফয়’সলেক এলাকার সুনীল বৈদ্যের মেয়ে। তিনি এ বছর উচ্চ মাধ্যমিক পাস করেন।

ন্যাশনাল হাসপাতালের আইসিইউ বিভাগের তত্ত্বাবধায়ক প্রদীপ বড়ুয়া জানান, ৩০ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত সুমিকে বেসরকারি ইউএসটিসি হাসপাতালে ভর্তি করা হয়। ৩ অক্টোবর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে নগরীর ওআর নিজাম রোডের মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে অপারগতা প্রকাশের পর তাকে ন্যাশনাল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আখতারুল ইসলাম ভোরের কাগজকে বলেন, শীত এলেই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। ডেঙ্গু রোগীর সংখ্যা ইতোমধ্যে অনেক কমে এসেছে এবং আর বৃদ্ধি পাওয়ার তেমন কোনো আশঙ্কা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App