×

জাতীয়

কে এই ক্যাসিনো সম্রাট?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ১১:০৫ এএম

কে এই ক্যাসিনো সম্রাট?
নাম তার ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট। ফেনীর পরশুরামে জন্ম নেয়া ছেলেটি এখন ‘ক্যাসিনো’সম্রাট নামে পরিচিত। যার নেশা আর পেশাই হচ্ছে জুয়া। রাজধানীর জুয়াড়িদের কাছে তিনি সুপরিচিত। একজন পেশাদার জুয়াড়ি হিসেবে প্রতি মাসে অন্তত ১০ দিন তিনি সিঙ্গাপুরে যান জুয়া খেলতে। সঙ্গে করে নিয়ে যান টাকার বস্তা। সম্রাটের বাবা ফয়েজ আহমেদ চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। অনেক আগেই মারা গেছেন। তাই পরশুরামে কেউই থাকে না। সম্রাটের বড় ভাই বাদল চৌধুরী রাজধানীতে ক্যাসিনো ব্যবসা দেখাশোনা করতেন। ছোট ভাই রাশেদ করেন ছাত্রলীগের রাজনীতি। সম্রাটের বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় থাকেন তার মা। তবে ক্যাসিনোবিরোধী অভিযানের পর সম্রাটের পরিবারের সবাই লাপাত্তা। গেল মাসে ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার হন দক্ষিণ যুবলীগের সাংগাঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। চার মামলায় তাকে রিমান্ডে নিলে ক্যাসিনো ব্যবসায় খালেদের ‘গুরু’ হিসেবে বের হয়ে আসে সম্রাটের নাম। সম্রাটের ইশারায় রাজধানীর বেশ কয়েকটি ক্লাবে ক্যাসিনো ব্যবসা চলে। সেসব ক্লাব থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করেন সম্রাটের সহযোগীরা। অবৈধ এ কর্মকাণ্ড অব্যাহত রাখতে প্রভাবশালীদের টাকাও দিতেন। শেষ অবধি ক্যাসিনো চালানো, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ সব অভিযোগের তীর গিয়ে পড়ে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সম্রাটের দিকে। দীর্ঘদিন ধরেই তিনি রাজধানীর মতিঝিলসহ দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সরকারি দপ্তর, ক্লাবসহ বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। ১৯ সেপ্টেম্বর ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হন দক্ষিণ যুবলীগের সাংগাঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। চার মামলায় তাকে রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যবসায় খালেদের ‘গুরু’ হিসেবে পরিচিতি রয়েছে সম্রাটের। বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত খবরে সম্রাটকে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে উল্লেখও করা হয়েছে। সম্রাটের ইশারায় ঢাকার বেশকয়েকটি ক্লাবে ক্যাসিনো ব্যবসা চলে। সেখান থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করেন তার সহযোগীরা। এ কাজ চালিয়ে যেতে প্রভাবশালীদের টাকা দিতেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App