×

খেলা

সানিয়ার পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯, ০৪:৪৫ পিএম

সানিয়ার পরামর্শ
কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। কাজী নজরুল ইসলামের এ কবিতার সঙ্গে সুর মিলিয়ে ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা দেশের বাইরে খেলোয়াড়দের সাফল্যের জন্য তাদের সঙ্গে বান্ধবী বা স্ত্রীকে সঙ্গে নেয়ার অনুমতি দেয়ার জন্য সাফাই গেয়েছেন। ভারত-পাকিস্তানের ক্রিকেট বোর্ড অনেক সফরে খেলোয়াড়দের সঙ্গে বান্ধবী বা স্ত্রীকে সঙ্গে নেয়ার অনুমতি দেয় না, যা সানিয়া মির্জাকে বেশ পীড়া দিয়েছে। অনেকের ধারণা বান্ধবী বা স্ত্রীকে সঙ্গে নিলে খেলোয়াড়রা খেলায় মনোযোগ দিতে পারেন না। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে সানিয়া বলেন, বিরাট যদি শূন্য রান করে, তা হলে আনুশকা শর্মাকে দায়ী করা হয়। বিরাটের শূন্য করার সঙ্গে আনুশকার কী সম্পর্ক? এর কোনো অর্থ হয় না। খেলোয়াড়দের সঙ্গে বিদেশ সফরে স্ত্রী বা গার্লফ্রেন্ডকে নেয়ার ক্ষেত্রে যে বিধি-নিষেধ, তার সমালোচনা করে সানিয়া বলেন, অনেক দলের ক্ষেত্রেই দেখি, যার মধ্যে ক্রিকেট দলও রয়েছে, যে স্ত্রী বা বান্ধবীকে সফরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাতে দলের ছেলেদের মনোসংযোগ নষ্ট হবে। এর অর্থ কী? মেয়েরা এমন কী করে যে, ছেলেদের মনোসংযোগে ব্যাঘাত ঘটবে? আসলে এই ধারণাটা একটা গভীর সমস্যা থেকে উঠে এসেছে। যেখানে বলা হয়, মহিলারা মন বিক্ষিপ্ত করে দেয়, সে কখনো শক্তি হয়ে উঠতে পারে না। বিশ্বকাপে পাকিস্তানের হারের জন্য তাকে দায়ী করা নিয়ে প্রশ্ন করলে সানিয়া বলেন, আমি তো ও দেশের মেয়েই নই, আমার আর কী ক্ষমতা থাকতে পারে! বরং পরিবার সঙ্গে থাকলে খেলোয়াড়দের কী সুবিধা হয়, তার ব্যাখ্যা দিলেন সানিয়া। ভারতীয় টেনিস-কন্যা বলেন, ওদের আর শূন্য ঘরে ফিরে আসতে হয় না তখন। একসঙ্গে নৈশভোজেও যেতে পারে। স্ত্রী বা সঙ্গিনী সঙ্গে থাকলে সেটা সেই খেলোয়াড়কে আরো সমর্থন, ভালোবাসা দেয়। সানিয়া মির্জা নিজে খেলোয়াড়, বিয়ে করেছেন আরেক খেলোয়াড়- পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে। স্বভাবতই এমন কথা শুনতে হয় সানিয়াকেও। বিশ্বকাপে শোয়েব মালিক নিজেকে মেলে ধরতে না পারায় তার জন্য পাকিস্তানের অনেক ক্রিকেটভক্ত সানিয়া মির্জার ওপর দায় চাপিয়ে দিয়েছিলেন। এবার তাদের এক হাত নিলেন সানিয়া মির্জা। তার মতে, বান্ধবী বা স্ত্রী সঙ্গে থাকলে ছেলেরা বরং আরো ভালো খেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App