×

শিক্ষা

মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি শিক্ষক সমিতির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯, ০৬:৩৩ পিএম

মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি শিক্ষক সমিতির

মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকরা। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে এ জানানো হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষক। র‌্যালি ও মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতারা।

শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর ও মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে মাধ্যমিক শিক্ষাকে সরকারিকরণের দাবি জানান শিক্ষকরা। বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য ধরা হয়েছে, তরুণ শিক্ষকরাই পেশার ভবিষ্যৎ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহসভাপতি আলী আসগর হাওলাদার, বেগম নূরন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জামিল মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা জামান খান।

আরো বক্তব্য দেন দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাঠাগার সম্পাদক অশোক কান্তি গুহ, সহ দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহসাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা রহমান, সহ মহিলা বিষয়ক সম্পাদক শাহানা বেগম, কেন্দ্রীয় সদস্য আযম আলী খান, প্রবীর রঞ্জন দাস, মনোরঞ্জন মণ্ডলসহ শিক্ষক নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App