×

বিনোদন

বাংলা চলচ্চিত্রে ‘দুর্গাপূজা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯, ০৪:১৭ পিএম

বাংলা চলচ্চিত্রে ‘দুর্গাপূজা’
বাংলা চলচ্চিত্রে ‘দুর্গাপূজা’
বাঙালিদের মনে দুর্গাপূজা আসে সব দুঃখ হরণ করে আনন্দের, উৎসবের বার্তা নিয়ে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলেও বাঙালির জীবনে শরৎকালের গুরুত্বপূর্ণ আবেদনও এটি। শুধু যে দেবী দর্শনের মধ্যেই এটি আর সীমাবদ্ধ নেই। বাঙালির সংস্কৃতিতে পড়েছে এর প্রভাব। বাংলাদেশ ও কলকাতার বাংলা চলচ্চিত্রেও বিভিন্নভাবে চিত্রায়িত হয়েছে দুর্গাপূজার আমেজ। লিখেছেন হৃদয় সাহা
বাংলাদেশের চলচ্চিত্রে দুর্গাপূজা চিত্রায়িত হয়েছে খুবই কম। তা একেবার হাতেগোনা। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে সদ্য মা হারানো ছেলের কাছে দেবী দুর্গা হয়ে এসেছেন তার মা। বাদল খন্দকারের বিদ্রোহী পদ্মা, গাজী জাহাঙ্গীরের জীবন সীমান্তে, মহিউদ্দিন ফারুকের বিরাজ বউ চলচ্চিত্রে দৃশ্যের প্রয়োজনে এসেছে দুর্গাপূজা। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ছবিতে দেখা যায় ঝড়ের বিধ্বংসী রূপ। মাঝি পাড়ার ঘরবাড়ি ভেঙে পড়ে। সেইসব ভাঙ্গা ঘরবাড়ি সম্মিলিত উদ্যোগে ঠিক করতে যখন ব্যস্ত জেলে পাড়ার বাসিন্দারা ঠিক তখনই মহোৎসবের স্নান এক ছায়া হয়ে আসে দুর্গাপূজা। আর তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রে দুর্গাপূজা এসেছে একটি প্রতীকী দৃশ্যের মধ্য দিয়ে। যেখানে নদীতে ভেসে থাকা ধর্ষিতা বাসন্তী যেন অসুর শক্তির জয় আর সত্য সুন্দরের পরাজয়ের প্রতীক। বাবুল চৌধুরীর মা ছবিতে গল্পের প্রয়োজনে এসেছে পূজা। আর স¤প্রতি মুক্তি পাওয়া গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ ছবিতেও এসেছে দুর্গাপূজা, তবে উৎসবের আমেজে নয়! কলকাতার বাংলা ছবিতে দুর্গাপূজার চিত্রায়ণ প্রথম করেন সত্যজিৎ রায়। পথের পাঁচালী ছবিতে দেখা যায় ঢাকের তালে অপু, দুর্গাসহ শিশুর দল মন্দিরের দিকে যাচ্ছে প্রসাদের আশায়, আর তা চেয়ে দেখছেন মা সর্বজয়া। আর গল্পের প্রয়োজনে তার ‘দেবী’ চলচ্চিত্রে এসেছিল পূজা। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের ‘জয়বাবা ফেলুনাথ’ এর শুরুর দৃশ্যায়ন দুর্গাপূজা নিয়েই। শিশু রুকু প্রতিমার কারিগরের কাছে শুনছে অসুরবধের কাহিনী। এ যেন সব শিশু-কিশোরের কাছে এক রোমাঞ্চকর কাহিনী। একটি ক্ষয়িষ্ণু বনেদী পরিবারের দুর্গাপূজার উৎসবের মাঝে পরিবারের গল্প তুলে ধরে ছিলেন চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। পরো ছবিটি জুড়েই ছিল পূজার আবহ। জাতীয় পুরস্কার পাওয়া এই ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, মমতা শংকরসহ আরো অনেকে। ঋতুপর্ণ ঘোষের প্রথম সিনেমা হীরের আংটি, অন্দরমহল ছবিতেও দুর্গাপূজা এসেছিল। বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে তরুণ মজুমদারের জনপ্রিয় চলচ্চিত্র ‘আলো’তে দুর্গাপূজা এসেছে অভাবতাড়িত গ্রামে আলোকবর্তিকা হয়ে। এই পরিচালকের পলাতক, বালিকা বধু, দাদার কৃর্তি, ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রেও দুর্গাপূজার ব্যাপারটি এসেছে। অন্যদিকে রাজা সেনের ‘দেবীপক্ষ’ ছবিতে দুর্গাপূজা এসেছে প্রতিবাদের ভাষা হয়ে। শিবু-নন্দিতার ‘বেলাশেষে’ ছবিতে পূজা এসেছে পারিবারিক স¤প্রীতি হয়ে। বিজয়া দশমীর সাদা থান লাল শাড়ি পরে বাঙালি নারীদের সিঁদুরখেলা চিরাচরিত ঐতিহ্য। অপর্ণা সেনের ‘পরমা’ ছবিতে রাখী গুলজারের দেবী দুর্গাকে সিঁদুর পড়ানোর এমন দৃশ্য আইকনিক হয়ে আছে। শরত কালে দুর্গাপূজা অকালবোধন নামে পরিচিত, তবে শরত ঋতু বাদেও অন্য সময়ে দুর্গাপূজা এসেছিল সৃজিত মুখ্যার্জীর বিকল্প ধারা ছবি উমাতে। বিদেশে থাকা অসুস্থ মেয়ের ইচ্ছা পূরণ করতে কলকাতায় নকলদুর্গাপূজার আয়োজন করেছিলেন বাবা। বিভিন্ন উৎসবে ছবিটি বেশ প্রশংসিত হয়। ‘জাতিস্মর’ ছবিতে দুর্গাপূজা করেছিলেন কবিয়াল এন্টনি ফিরিঙ্গি। অরিন্দম শীলের ‘দুর্গাসহায়’ ছবিটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন’, এমন গান ছাড়া যেন দুর্গাপূজা আজকাল জমে উঠে না। রবি কিনাগী পরিচালিত দেব অভিনীত ‘পরান যায় জ্বলিয়া রে’ ছবিতে দুর্গাপূজা উপলক্ষে এই গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, এর পরে দেবের পূজায় মুক্তি পাওয়া সিনেমায় পূজার গান থাকতই। সা¤প্রতিক সময়ে সাড়াজাগানো ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ এ এসেছে এক বনেদী বাড়ির দুর্গাপূজা সঙ্গে গুপ্তধনের খোঁজ, দুই মিলিয়ে ছবি হয়ে উঠেছিল জমজমাট। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবিতেও আছে দুর্গাপূজার গল্প, আছে বিসর্জনের আবহ। আর এই ছবিতে পদ্মা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ‘শরতে নয়, শীতে’ এই শিরোনাম নিয়ে আসছে জিত অভিনীত ‘অসুর’, স¤প্রতি টিজারে দেখা মিলেছে সেই দুর্গাপূজার। শুধু এই চলচ্চিত্রে যে শুধু দুর্গাপূজা এসেছে তা নয়। গল্পের প্রয়োজনে অনকে ছবিতেও দুর্গাপূজা চিত্রায়ণ দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App